
President Murmu : ভারতীয় রাষ্ট্রপতি ওড়ালেন রাফাল যুদ্ধবিমান , ধ্বংস করলেন শত্রুদের অপপ্রচার !
ব্যুরো নিউজ ২৯ অক্টোবর ২০২৫ : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার হরিয়ানার অম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে (Ambala Air Force Station) রাফালে যুদ্ধবিমানে চড়ে দ্বিতীয়বার ভারতীয় বায়ুসেনার (IAF) যুদ্ধবিমানে উড়ানের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করলেন। তাঁর এই উড়ান ভারতীয় বায়ুসেনার অপারেশনাল প্রস্তুতি এবং ক্রমবর্ধমান আকাশ শক্তির প্রতি আস্থার প্রতীক। ‘অপারেশন সিন্দূর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রাফালে যুদ্ধবিমানটিতেই তিনি এই উড়ান সম্পন্ন করেন, যা গত ২২শে




























