
মদ বন্ধে বিস্ফোরক শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় মদ খাইয়ে বাংলাকে ধ্বংস করতে চাইছে’ এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় মদ বন্ধের ডাক দিলেন বিরোধী দলনেতা। শনিবার পূর্ব মেদিনিপুরের চণ্ডীপুরে সভা ছিল শুভেন্দুর। সেই সভায় বিরোধী দলনেতা বলেন, ‘বাংলায় মদ বন্ধের জন্য এইবার মা- বোনেদের আন্দোলনে নামতে হবে।‘ শুভেন্দু অধিকারী আরও বলেন, ’২৮ টাকায় মেহুলের মদের বোতল,আর ডিয়ার লটারি। এটাই কি বাংলার ভবিষ্যৎ?




















