
পঞ্চায়েত ভোটের আগে পানীয় জলের সঙ্কট ও রাস্তার বেহার দশায় বিক্ষোভ গ্রামবাসীর
ইভিএম নিউজ ব্যুরো,১৯ মেঃ শিলদা বাঁকুড়া ৯ নং রাজ্য সড়কের ওড়গোন্দা মোড়ে সকাল ১০টা থেকে চলল পথ অবরোধ। পানীয় জলের সংঙ্কট ও রাস্তার বেহাল দশার কারণে বেলপাহাড়ি ব্লকের ভেলাইডিহা গ্ৰামপঞ্চায়েতের মেছুয়া গ্ৰামের বাসিন্দারা দীর্ঘ দিন ধরে সমস্যায় রয়েছেন। তাই শুক্রবার পথ অবরোধ করলেন গ্রামের মানুষ। তাদের দাবি, যতক্ষণ না লিখিত ভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ এই অবরোধ চলবে।




















