
প্যারা পাওয়ারলিফটিং বিশ্বকাপ ২০২৫: চীনে ৫টি পদক জিতে ভারতের দারুণ সমাপ্তি!
ব্যুরো নিউজ ২৫ জুন : চীনের রাজধানী বেজিংয়ে অনুষ্ঠিত প্যারা পাওয়ারলিফটিং বিশ্বকাপ ২০২৫-এর দ্বিতীয় দিনে ভারতের ঝাণ্ডু কুমার পুরুষদের ৮০ কেজি ওজনশ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতে দেশের সামগ্রিক প্রচারাভিযানে এক উজ্জ্বল সমাপ্তি এনেছেন। তিনি পরপর দুটি প্রচেষ্টায় ১৮৭ কেজি এবং ১৯২ কেজি ওজনের লিফট করে তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন। তার এই পারফরম্যান্স ভারতের পদক জয়ের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। ৫