
চুলের যত্নে বিয়ারের কামাল! ম্যজিকের মত দূর হবে হাজার সমস্যা!
লাবনী চৌধুরী, ১৯ জুন: অনেক সময়েই দেখা যায় চুলের ডগা ফেটে যায়। অনেক ক্ষেতে তা অতিরিক্ত রাসায়নিক-যুক্ত প্রোডাক্ট যেমন হেয়ার কালার করলে কিংবা চুলে বেশি মাত্রায় হিট দিলে বা গরম জল চুলে ব্যবহার করলে চুলের ডগা ফেটে যায়, দু’মুখো চুলের সমস্যা বাড়ে। যা চুলের সৌন্দর্যকে নষ্ট করে এবং এই সব কিছু ব্যবহারের ফলে চুলের স্বাস্থ্যেরও ক্ষতি হয়। আর স্প্লিট এন্ড-র