
ফলমূলের নয়,দেবীর প্রসাদ ডিম
দেবী পূজায় কোনো ফলমূলের বা মিষ্টির প্রচলন নেই। প্রসাদ হিসাবে দেওয়া হয় হাঁসের ডিম। ডিমেই পুজিত হন দেবী। দেবীর প্রসাদ মানেই আস্ত একটা হাঁসের ডিম । দক্ষিণ কলকাতার বিজয়গড় – শ্রীকলোনিতে পুজিত হয় এই বুড়িমা অর্থাৎ বনদুর্গা। মকর সংক্রান্তির দিনে থালা থালা ডিম দেওয়া হয় বুড়িমাকে।এই পুজো উপলক্ষে বসে ‘বারোভূতের মেলা’। দেবীর নৈবেদ্য হিসাবে চরণে সমর্পণ করা হয় লক্ষ লক্ষ