
‘আগে জল পাই, তারপরে ভোট দেব’
রাহুল কর্মকার, বাঁকুড়া: ভোটের জন্য মৌখিক প্রতিশ্রুতির জাগলারিতে কি ভরসা করতে রাজি নন প্রান্তিক মানুষ। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বীরসিংহ পুর গ্রামের একটি ঘটনায় এবার সেই প্রশ্নই উঠে গেল। ভোটের আগেই গ্রামের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটানো না হলে, পঞ্চায়েত ভোট বয়কট করা হবে বলে চরম হুঁশিয়ারি দিলেন এখানকার রুইদাসপাড়ার একদল বাসিন্দা। তাঁদের অভিযোগ, এখানকার বেশকয়েকটি পানীয়জলের নলকূপে দীর্ঘ কয়েকমাস ধরে