
হাতির হানা আটকাতে জঙ্গলেই ভুঁড়িভোজের ব্যবস্থা বন দফতরের
ইভিএম নিউজ ব্যুরো, ১৪ ফ্রেব্রুয়ারিঃনগরায়ন আর পরিকাঠামো নির্মাণ করতে জঙ্গলে নজর বাড়ছে রাষ্ট্রের। নিরিবিলি শান্তিতে ঘটছে ব্যাঘাত। কমছে খাদ্য। বেঁচে থাকার তাড়ণায়, তাই যখনতখন জঙ্গলের আস্তানা ছেড়ে লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর দুই মেদিনীপুরের জঙ্গলমহলে, গত কয়েকবছরে হাতির হানায় প্রাণহানি আর ফসল নষ্টের ঘটনা যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে বাসিন্দাদে আতঙ্ক। উল্টোদিকে চোরাশিকারির গুলি