
কলকাতায় ‘খুন’ বাংলাদেশি সাংসদ। বাবার মৃত্যুতে অভিযুক্তদের নিয়ে বিস্ফোরক মেয়ে ডরিন
লাবনী চৌধুরী, ২৪ মে: কলকাতায় ‘খুন’ হয়েছেন বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম। তাঁর মৃত্যু ঘিরে প্রতি পরতে পরতে যেনও মিশে আছে রহস্য। তার নিখোঁজ হওয়া থেকে শুরু করে এখনও পর্যন্ত একাধিক তথ্য মিলেছে। যা কার্যত কাপিয়ে দেওয়ার মত। দুই দেশের তথ্য থেকে জানা গিয়েছে তাঁর ‘খুন’-এর পছনে রয়েছে বাংলাদেশের ঝিনাইদহ-র কোটচাঁদপুরের মেয়রের ভাই আখতারুজাম্মান। গোটা ঘটনায় আখতারুজাম্মান-এর বান্ধবী শিলস্তি-রও যোগ রয়েছে




















