
সম্পত্তির ভাগাভাগি না হলে শেষকৃত্য হবে না! মৃতদেহ আগলে চার স্ত্রী ও নয় সন্তান, হতবাক গ্রামবাসীরা
ব্যুরো নিউজ,২৯ মার্চ : ৭২ বছর বয়সী বৃদ্ধ হাবিবুর রহমান বিশ্বাসের মৃত্যু হলেও তার সন্তানেরা ব্যস্ত ছিলেন সম্পত্তি ভাগাভাগি নিয়ে। দীর্ঘ ১৬ ঘণ্টা ধরে বাড়ির উঠোনেই পড়ে ছিল মৃতদেহ। শেষ পর্যন্ত, প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয়।ঘটনা ঘাটে বাংলাদেশের যশোরে।এটি একটি অমানবিক ঘটনা। Today weather report: রুদ্রের অসহ্য তাপদাহ থেকে খুব শীঘ্রই স্বস্তি মিলবে, ঝেঁপে বৃষ্টি আসবে এই