
বিয়ে বাড়িতে বাড়তি মাংস চেয়েও না পাওয়ায় বরের বাবাকে খুন
ইভিএম নিউজ ব্যুরো, ৪ মার্চঃ বিয়েবাড়িতে কবজি ডুবিয়ে খেয়ে বদনাম করা বাঙালির জন্মগত অধিকার। মাংস সিদ্ধ কম হয়েছিল, মাছটা আর একটু সিদ্ধ হলে ভালো হতো আরও কত কি…… গুন যেমন গায়, আবার বদনাম করতেও ছাড়ে না বাঙালি জাতি। তবে এই ঘটনাটা পুরোই আলাদা। বিয়েবাড়িতে মাংস কম হওয়া নিয়ে দু’ পক্ষের মারামারিতে প্রাণ হারালেন বরের বাবার। শুনে অবাক হচ্ছেন তো? এমনই