
দক্ষিণ দিনাজপুরেও বাংলা বনধ পালন করল আদিবাসীরা
ইভিএম নিউজ ব্যুরো, ৮ জুনঃ (Latest News) সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে ৮ ই জুন বৃহস্পতিবার দুই দফা দাবিতে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়। তারই সমর্থনে এদিন জেলার সদর শহর বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কুশমন্ডি, হরিরামপুর, তপন, রামপুর, পতিরাম, হিলি, কুমারগঞ্জ সব জায়গাতেই রাস্তা অবরোধ করে,ধামসা মাদল বাজিয়ে পোস্টার