
কারচুপি ঠেকাতে ব্যালটবক্সে এবার ‘কিউআর’কোড, সিদ্ধান্ত কমিশনের
ইভিএম নিউজ ব্যুরোঃক্ষমতায় থাকার সুযোগে, ইভিএম আর ব্যালটকে নিজেদের জয়ের স্বার্থে ব্যবহার করতে চায় শাসকদল। কেন্দ্র তথা রাজ্যগুলির বিরোধীদলের অভিযোগটা দীর্ঘদিনের। এই অভিযোগের নিষ্পত্তি করতে, নতুন আর অভিনব এক পদক্ষেপ নিল, রাজ্য নির্বাচন কমিশন। ব্যালট বাক্সে কারচুপি ঠেকাতে এবার ‘কিউআর’কোড ব্যবহার করার সিদ্ধান্ত নিল কমিশন। শুধু অভিযোগ দায়ের নয়, এই কিউআর কোড ব্যালট বাক্স এদিক ওদিক করার কারচুপিকেও বাধা দেবে।


















