
রাজ্যে আবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এবার মহেশতলা
বিনয় মণ্ডল, ২২ মেঃ (Latest News) রাজ্যে আবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এবার মহেশতলা। নোদাখালি, পাঁশকুড়া, এগ্রার পর এবার মহেশতলা। রবিবার বিকেলে বজবজের মহেশতলায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা বাজি সংগঠনের নেতা কানাই দাসের বাড়ির পাশে হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জয়শ্রী ঘাটি এবং পম্পা ঘাঁটি নামে দুই মহিলার। সম্পর্কে তারা মা ও মেয়ে। আরও একজন