
চৈত্রের পূন্যস্নানের ভিড় জমেছে গঙ্গার ঘাটে, নেই কোন নিরাপত্তা ব্যবস্থা
ইভিএম নিউজ ব্যুরো, ২৭ মার্চঃ হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বাঙ্গালির নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ। চৈত্র মাস পড়লেই রীতিনীতি মেনেই চলে পূন্যস্নান। চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটে ধরা পড়ল সেই ছবি। নিমাই তীর্থ ঘাট এবং তার পার্শ্ববর্তী ঘাট গুলোতে ছিল পূণ্যার্থীদের উপচে পড়া ভিড়। আর চৈত্র পড়লেই, পুরো মাস জুড়ে চলে তারকেশ্বরের সন্ন্যাসী মেলা।