
বিশ্বজিত দাস নয়, বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ভরসা ‘মমতার মেয়ে’!
ব্যুরো নিউজ, ১৪ জুন: বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ভরসা ‘মমতার মেয়ে’! লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই এবার বিধানসভা উপনির্বাচনের পালা। ইতিমধ্যেই রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা, বাগদার প্রার্থীদের নামও ঘোষণা করেছে তৃণমূল। আর সেখানেই বাগদার তৃণমূল প্রার্থী ‘মমতার মেয়ে’। অনলাইনে অর্ডার করা আইসক্রিমের মধ্যে কাটা আঙুল! একেবারে নতুন মুখেই এবার ভরসা রেখেছে ঘাসফুল শিবির। মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচন হারলেও ফের