
নজির গড়লেন এইমসের চিকিৎসকরা, গর্ভস্থ ভ্রূণের হৃদপিণ্ডের সফল অস্ত্রপাচার
ইভিএম নিউজ, ১৫ মার্চঃ মাতৃগর্ভেই হল শিশু ভ্রুনের হার্ট সার্জারি। জন্মের আগেই ওই ভ্রুনের হার্টে একটি ক্ষত দেখা যায়। ওইটুকু হার্টে ব্লকেজ তৈরি হওয়ায় ফুসফুসে রক্ত ঠিকমতো পৌঁচচ্ছিল না। তাই মাতৃগর্ভেই ভ্রূণের হার্ট সার্জারি করতে হল। দিল্লি এক বড় সাফল্য পেলেন এইমসের চিকিৎসকরা। কারণ এই অপারেশন সফল হয়েছে। এইমসের কার্ডইওথোরাসিক সায়েন্স সেন্টারে এই সার্জারি করা হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও ফেটাল