
রাম লালার স্বর্ণ পাদুকা নিয়ে হায়দরাবাদ থেকে হেঁটে অযোধ্যা
ব্যুরো নিউজ, ৭ জানুয়ারি: রাম লালার স্বর্ণ পাদুকা নিয়ে হায়দরাবাদ থেকে হেঁটে অযোধ্যা বাল্মীকি পুরাণ অনুসারে, পঞ্চবটী অরণ্য থেকে রামচন্দ্রের পাদুকা মাথায় করে অযোধ্যায় নিয়ে এসে সেটি সিংহাসনে রেখে রাজ্যপাট চালিয়েছিলেন তাঁর ভাই ভরত। এবার অযোধ্যা রামমন্দিরের বিগ্রহ, রামলালার পাদুকা মাথায় নিয়ে হায়দরাবাদ থেকে হেঁটে অযোধ্যায় যাচ্ছেন চার্লা শ্রীনিবাস শাস্ত্রী। ১৩০০ কিলোমিটার পথ হেঁটে অযোধ্যায় যাচ্ছেন চার্লা শ্রীনিবাস শাস্ত্রী। কেমন