
অঙ্ক কষছেন ফেরান্দো, স্বপ্ন ভঙ্গ মোহনবাগান কোচের!
অরূপ পালঃ অঙ্কের বিচারে ক্ষীণ আশা থাকলেও কার্যত আই এস এল জয়ের সম্ভাবনা নেই মোহনবাগানের। কয়েক দিন আগে আইএসএল টুর্নামেন্টে শীর্ষ স্থানে ওঠার কথা বললেও এখন তা কার্যত দুরস্ত এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর কাছে। শেষ ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফ সি র কাছে হারের পর মোহনবাগানের দ্বিতীয় স্থান পাওয়াও এক অর্থে অসম্ভব গিয়েছে।ষোল ম্যাচে সাতাশ পয়েন্ট সংগ্রহ ফেরোন্দোর দল