
অপরাধের দুনিয়ায় নাম কুড়োতেই কি আতিক এবং আশরাফ খুন?
ইভিএম নিউজ ব্যুরো, ২০ এপ্রিলঃ (Latest News) অপরাধের দুনিয়ায় নাম কুড়োতেই কি আতিক এবং আশরাফ খুন? গত শনিবার প্রয়াগরাজ মেডিকেল কলেজের কাছে সাংবাদিক ছদ্মবেশ ধারনকারী লভলেশ তিওয়ারি, সানি সিংহ ও অরুন মৌর্য নামে তিন অভিযুক্ত রাজু পাল খুনের মামলায় জড়িত গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে হত্যা করে। খুন হতে পারেন তা আগেই আশঙ্কা করেছিলেন আতিক। বাস্তবে তা সত্যিও