
স্বাধীনতা দিবসের দিনও সোনার দাম ঊর্ধমুখী। রুপোর দাম ও দৌড়ে পিছিয়ে নেই
ব্যুরো নিউজ,১৫ আগস্ট: সোনার দাম দিন দিন হু হু করে বেড়েই চলেছে। আজ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ও গত তিন দিনের ট্রেন্ড ধরে রেখে আজও বাড়লো সোনার দাম। তার সাথে রুপো ও দাম বৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই। রুপোর দামও আজ বেড়েছে। অলিম্পিকের দুই পদক জয়ীর কি আবদার শাহরুখ এবং অমিতাভের কাছে? আজ কলকাতায় সোনা এবং রুপোর দাম কত?