আর জি কর কাণ্ড : প্রতিবাদী ছাত্রীকে ধর্ষণের হুমকি
ব্যুরো নিউজ,২ সেপ্টেম্বর: ধর্ষণ ও ধর্ষণের হুমকির ঘটনা যেন ছাড়তেই চাইছে না পশ্চিমবঙ্গকে। আরজিকরের ঘটনার পর এবার প্রতিবাদী কোচবিহারের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দিল জনৈক সমাজবিরোধী। সঞ্জয় দাস নামে কারো একাউন্ট থেকে ওই ছাত্রীকে লেখা হয়েছে তোর কপালে অনেক কিছু লেখা আছে। খুব তাড়াতাড়ি ধর্ষিতা হবি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতার কনসার্ট পেছোলেন শ্রেয়া ঘোষাল থানায় অভিযোগ জানাতে গেলেও মারধর আর