
Brahmaputra : অরুণাচল প্রদেশের দোরগোড়ায় চীনের মহা বাঁধ , ব্রহ্মপুত্রের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা
ব্যুরো নিউজ ১২ জুলাই ২০২৫ : চীনের বামপন্থী সরকার অধিকৃত তিব্বতে ইয়ারলুং সাংপো ( চীনে সিয়াং, ভারতে ব্রহ্মপুত্র) নদীর উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে। অরুণাচল প্রদেশের ঠিক উত্তরে অবস্থিত এই প্রকল্পটি, যার পরিকল্পিত ক্ষমতা ৬০,০০০ মেগাওয়াট, স্কেলের দিক থেকে চীনের থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যাবে। তবে এই বিশাল বাঁধটি হিমালয়ের পূর্বাঞ্চলে ‘গ্রেট বেন্ড’ নামে পরিচিত একটি পরিবেশগতভাবে