
শিক্ষক দুর্নীতিতে গ্রেপ্তার প্রথম ৪ শিক্ষক
ইভিএম নিউজ ব্যুরো, ৮ অগাস্টঃ (Latest News) আতঙ্কের প্রহর গুনতে শুরু করেছেন ভুয়ো শিক্ষকরা। টাকা দিয়ে চাকরি পাওয়া ভুয়ো ৪ শিক্ষক গ্রেফতার হতেই নিজেদের ভবিষ্যত নিয়ে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন রাজ্যজুড়ে অভিযুক্ত অন্যান্য ভুয়ো শিক্ষক ও তার পরিজনরা । প্রহর গুনতে শুরু করেছেন আদালত থেকে তাদেরও সমন আসার। সোমবারই আলিপুরের নগর দায়রা আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সিবিআইয়ের চার্জশিটে নাম