
গোপালকে জেরা করতে এবার কী তিহাড় যাত্রা ?
সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। আর সেই কুন্তল ঘোষ বার বার তাপস মণ্ডলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন।নাম উল্লেখ করেছেন জনৈক গোপাল দলপতিরও। তবে কান পাতলে শোনা যাচ্ছে বাংলার প্রবাদে, কী যেন চোরে চোরে…….একটা বিষয় আছে, সেটাই।গোপাল দলপতি ওরফে বিকাশ দলপতি। কুন্তল ঘোষের দাবি তাপস মন্ডল ও বিকাশ দলপতি তাঁকে ফাঁসিয়েছেন। কুন্তলের বয়ান অনুযায়ী তিনিই যদি সেই গোপাল