
রঞ্জি সেমিফাইনালের দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা
অরূপ পালঃ ব্যাটারদের পরে এবার চমক দিচ্ছেন বাংলার বোলাররা। দিনের শেষ দফায় ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ দুই উইকেটে ৫৬। ক্রিজে রয়েছেন সারাংশ জৈন (১৭) এবং অনুভব আগরওয়াল(৪)। বাংলার ৪৩৮ রান তাড়া করতে নেমে স্বস্তিতে নেই মধ্যপ্রদেশ। দুই ওপেনার যশ দুবে(১২)এবং হিমাংশু মন্ত্রী(২৩) ফিরে গিয়েছেন। উইকেটের অসমান বাউন্স এবং ঘুর্নিকে কাজে লাগাতে সফল বাংলার ওপেনিং বোলিং জুটি শাহবাজ আহমেদ এবং মুকেশ





















