
পুজোর আগে অনুব্রতর জামিন?
ইভিএম নিউজ ব্যুরো, ২ অগাস্টঃ (Latest News) পুজোর আগেই কি বীরভূমে চরাম চরাম ঢাকের আওয়াজ শোনা যাবে? বীরভূমের বেতাজ বাদশা কি জামিনে মুক্তি পেতে চলেছে? সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, দিল্লির রাউস এভিনিউ কোর্টের বিচারক রঘুবীর সিংহের বেঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের মামলা সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিছুদিন আগেই বিচারপতি রঘুবীর সিংহের এজলাসে তার সঠিক বিচার হচ্ছে না বলে অভিযোগ