
মায়ানমারের কোকো দ্বীপে নতুন সামরিক ঘাঁটি, সন্দেহে চীন
ইভিএম নিউজ ব্যুরো, ৩ এপ্রিলঃ এবার বঙ্গপোসাগর ও ভারত মহাসাগরকে নিজের আয়ত্বে আনতে মায়ানমারের কোকো দ্বীপপুঞ্জে(Coco Island) ঘাঁটি বানাচ্ছে চিন। কোকো দ্বীপের সেনার পরিকাঠামো বাড়াচ্ছে PLA (Peoples Liberation Army)। বিমান চালনার জন্য সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে ওই দ্বীপে। ম্যাক্সার টেকনোলজির উপগ্রহের মাধ্যমে এই চিত্র ধরা পরতেই উদ্বেগ বাড়ল নয়াদিল্লিতে। ওই উপগ্রহর ছবি থেকেই পরিষ্কার যে কোকো দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি