
আজ ভি হ্যায় “মোগাম্বো”
“মোগাম্বো খুশ হুয়া” খ্যাত অভিনেতার মৃত্যু বার্ষিকী। বলিউডের সর্বকালের সেরা ভিলেন তিনি। তাঁর প্রত্যেকটি ডায়লগ যেন আজও সিনেমাপ্রেমীদের কানে বাজে। তিনি আর কেউ নন , সকলের অত্যন্ত প্রিয় অমরেশ পুরী। সাতের দশক থেকে একজন কঠোর মনোভাবের খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। পর্দার এমন দৃশ্যে দর্শকদের কাছে ঘৃণার পাত্র হলেও দিনের শেষে তাঁর দুরন্ত অভিনয় আজও বহু চর্চিত। শুধুই বলিউড নয়, হলিউডেও