
Brain Eating Amoeba : কেরালার পর পশ্চিমবঙ্গেও মস্তিষ্ক-খেকো জীবাণু , সচেতনতার বার্তা
ব্যুরো নিউজ ২২ সেপ্টেম্বর ২০২৫ : একটি বিরল এবং অত্যন্ত প্রাণঘাতী মস্তিষ্ক সংক্রমণ, যা ‘মস্তিষ্ক-খেকো’ অ্যামিবা (Naegleria fowleri) দ্বারা সৃষ্ট, এখন দক্ষিণ ভারত থেকে পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও দেখা যাচ্ছে। কেরালায় এই সংক্রমণ একসময় বিরল হলেও এখন তা মৌসুমী বিপদে পরিণত হয়েছে। সম্প্রতি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের বাসিন্দা এক ৫৬ বছর বয়সী ব্যক্তির মধ্যে এই রোগের লক্ষণ ধরা পড়েছে। চিকিৎসকেরা বলছেন,