
নির্যাতিতার ই-স্টেটমেন্ট আইনত গ্রাহ্য হবে। নয়া আইনে মহিলাদের জন্য এই বিশেষ ব্যবস্থা, আর কী বললেন শাহ?
ব্যুরো নিউজ, ১ জুলাই: ব্রিটিশ আমলে তৈরি আইন বদল করে দেশ জুড়ে কার্যকর করা হল অপরাধ সংক্রান্ত নতুন আইন। গণপিটুনিতে মৃত্যুর ঘটনা নিয়েও নতুন ধারা আনা হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’য়। শুধু খুন নয়, একাধিক ‘মারাত্মক’ অভিযোগ তৃণমূল নেতা জেসিবির বিরুদ্ধে আইপিসি নয় এবার থেকে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ অনুসারে হবে বিচার। ১ জুলাই অর্থাৎ আজ থেকে কার্যকর হল সেই আইন। আইন