
Amit Shah : অমিত শাহের উদ্বোধিত পুজোয় ‘রাজনৈতিক প্রতিহিংসা’: সজল ঘোষের অভিযোগ খারিজ পুলিশের; ভিড়ের বিক্ষোভে উত্তেজনা।
ব্যুরো নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ : কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপূজা সন্তোষ মিত্র স্কোয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধিত মণ্ডপ ঘিরে পুলিশি বিধিনিষেধের কারণে তীব্র রাজনৈতিক বিতর্ক ও জনগণের বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এক দিকে বিজেপি নেতা তথা মণ্ডপের উদ্যোক্তা সজল ঘোষ কলকাতা পুলিশের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করার অভিযোগ তুলেছেন, অন্য দিকে পুলিশ সমস্ত অভিযোগ খারিজ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা
 
				








 
								 
								 
								









 
								
 
								 
								








