
অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ খারিজ কোর্টের
ব্যুরো নিউজ, ১ ফেব্রুয়ারি: অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ খারিজ কোর্টের রবিন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শান্তিনিকেতনে তাঁর বাসভবন প্রতীচী সংলগ্ন ১৩ ডেসিমেল জমি থেকে উচ্ছেদ করার আবেদন খারিজ করল সিউরি জেলা আদালত। আর এর ফলেই জয় হল অশীতিপর অমর্ত্য সেন। রাজ্য সরকারও স্বস্তি পেল। অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী জানিয়েছেন, অমর্ত্যের বিরুদ্ধে এই আবেদন খারিজ করেছে আদালত।























