
অবশেষে ওটিটিতে “পাঠান”
যাকে বলে ডবল ধামাকা ! বহুদিনের অপেক্ষার অবসান। অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে কিং খানের কামব্যাক মুভি “পাঠান “। ফলে শাহরুখ ভক্তদের কাছে এটা একটি হাতে চাঁদ পাওয়ার মতো বিষয় । আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। বিতর্কের মুখে পড়েছিল এই ছবিটি। ঘরে বসে হাতের মুঠোফোনে কবে ছবিটি দেখতে পাওয়া যাবে সেই তারিখ জানতেই উদগ্রীব সিনেমাপ্রেমী মানুষেরা । ছবিটির মুক্তির ৪