
৫০০ বছরের ইতিহাস লুকিয়ে, আলিপুরদুয়ার-এর প্রাচীন চণ্ডী মন্দিরে
ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুনঃ(Latest News) শতাব্দী প্রাচীন চন্ডীর ঝাড় চন্ডী মন্দিরের কল্পকাহিনী সকল লোক মুখে প্রচলিত। দেবী চন্ডীর প্রতি অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা দেখে অবাক হতে হয় সকলকে। কে জানতো এই দেবী চন্ডীর পদতলে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস কালজানি ও চেকো নদীর পলি চাপা পড়েছিল। ১ গ্রাম পঞ্চায়েতের সেই অখ্যাত গ্রামে লুকিয়ে আছে পাঁচশত বছরের পূর্বের জয় পরাজয়ের ইতিহাস