বিমানবন্দরে হুইলচেয়ারের কমতি, তার জেরে প্রাণ গেল যাত্রীর
লাবনী চৌধুরী, ১৬ ফেব্রুয়ারি: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে নিউ ইয়র্ক থেকে সদ্য উড়ে এসেছেন মুম্বই। অপেক্ষা করছিলেন হুইলচেয়ারের জন্য। বয়স নেহাত ৮০ হওয়ায় প্লেন থেকে নেমে ইমিগ্রেশনের দিকে আসতে ভরসা ওই হুইলচেয়ারই। সাহায্যের অনুরোধও জানান তিনি। তবে, বিমানবন্দরে প্রচুর চাহিদার কারণে হুইলচেয়ার মেলেনি। ফলে আসতে হয় হেঁটেই। আর সেই হাঁটাই