AI আশীর্বাদ না অভিশাপ? কি বলছেন বিল গেটস?
ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর: AI আশীর্বাদ না অভিশাপ? কি বলছেন বিল গেটস? কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ফলে সপ্তাহে তিনদিন কাজ করলেই হবে! কারণ কৃত্তিম বুদ্ধিমত্তা AI-এর ব্যবহারের ফলে আর বেশি পরিশ্রম করতে হবে না মানুষকে। একটি সাক্ষাত্কারে এই মন্তব্যই করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কৌতুক অভিনেতা ট্রেভর নোহস হোয়াট নাউ-এর উপর কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে, এপ্রসঙ্গে বিল গেটস