কলকাতা থেকে ডানা মিলছে এয়ার আরবের বিমান
ইভিএম নিউজ ব্যুরঃএবার কলকাতা থেকে বিমান পরিষেবা চালু করতে চলেছে মধ্যপ্রাচ্যের ‘এয়ারআরবিয়া’। সপ্তাহে তিনদিন-সোমবার, বুধবার এবং শনিবার কলকাতা থেকে আবুধাবি উড়ে যাবে এয়ারআরাবিয়ার বিমান। আগামী ১৫ মার্চ থেকে চালু হতে চলেছে এয়ারআরবিয়া। বর্তমানে সংস্থাটির মোট বিমান সংখা ৪৩টি। বিমানটির গন্তব্যস্থল কলকাতা থেকে আবুধাবি পর্যন্ত। ফলে এবার কলকাতা থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে আগ্রহী যাত্রীদের সুবিধা হবে অনেকটাই। জানা গিয়েছে, এয়ারআরবিয়া