
জোর করে ধর্মান্তর বন্ধ করতে নতুন বিল আনছে রাজস্থান সরকার
ব্যুরো নিউজ,২ ডিসেম্বর:রাজস্থান সরকার এবার জোর করে ধর্মান্তর ঠেকাতে এক নতুন ধর্মান্তর বিরোধী বিল আনতে চলেছে।মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই এই বিলের অনুমোদন দিয়েছে এবং আসন্ন বিধানসভা অধিবেশনে এটি পেশ করা হবে।এই বিলে উল্লেখ করা হয়েছে যে, যদি কেউ জোর করে ধর্মান্তর করে, তবে তাকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।মন্ত্রী জোগারাম প্যাটেল জানিয়েছেন, এই বিলের অধীনে





























