
মুখ্যমন্ত্রী হাত থেকে নিয়েছিলেন জমির পাট্টার কাগজ, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও জায়গা দেয়নি প্রশাসন
অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম ১৫ মার্চঃ ‘তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ’ দিয়েই যাচ্ছে প্রশাসন। কিন্তু সমাধান আর কিছু হয় না। অগত্যা রাস্তার ধারে কোনওমতে মাথা গোজার ঠাই করে নিয়েছেন তাঁরা। বেলপাহাড়ির মুচিপাড়ার ঘটনা। সেখানকার বাসিন্দারা ২০১৯ সালে মুখ্যমন্ত্রী হাত থেকে পাট্টার কাগজ পেয়েছিলেন। তারা ভূমিহীন তাই সরকার থেকে তাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল। কিন্তু পাট্টার জমি কোথায় দেওয়া হয়েছে সেই জায়গা





















