
Aadhar : আধার দিতে পারবেনা ভোটাধিকার , ভুয়ো ভোটার নির্মূলের পদ্ধতিতে চিন্তিত রাজনৈতিক মহল ।
ব্যুরো নিউজ ০৪ জুলাই : ভুয়া ভোটার রুখতে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বিহারে আসন্ন ভোটের আগে ভোটার তালিকা যাচাইয়ের যে কাজ শুরু হয়েছে, তাতে আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা এমনকি এমজিএনরেগার ( মনরেগা MGNREGA ) জব কার্ডও গ্রহণযোগ্য হচ্ছে না। এর বদলে সুনির্দিষ্ট ১১টি নথি চাওয়া হচ্ছে, যা দেখাতে পারলেই তবেই ভোটার