
বুলবুলির লড়াইয়ে উত্তেজনা !
একবিংশ শতাব্দীতে এসে পোষমানানো পাখির লড়াই প্রদর্শনী একটা অন্যমাত্রা এনেদিয়েছে।মোবাইল ইন্টারনেটের যুগে পাখির লড়াইকে ঘিরে গ্রামবাসীদের উন্মাদনার যেন শেষ নেই। মোবাইল ইন্টারনেটের যুগে পাখির লড়াইকে ঘিরে গ্রামবাসীদের উন্মাদনার যেন শেষ নেই। জঙ্গলমহলের গোপীবল্লভপুরে প্রতি বছর পৌষ সংক্রান্তির দুপুরে এখানকার দুটি পাড়া যথাক্রমে বাজার সাই ও দক্ষিণ সাইএর মধ্যে বুলবুলি পাখির লড়াই হয়ে থাকে। কয়েকশো মানুষ ভিড় করেন এই লড়াই দেখতে।