
Mahavidyas : মহাশক্তির দশ রূপ , দশ মহাবিদ্যা ।
ব্যুরো নিউজ ২২শে আগস্ট ২০২৫ : দশ মহাবিদ্যা হলো হিন্দু তান্ত্রিক ঐতিহ্যের দশজন দেবীর একটি সমষ্টি, যাঁরা ঐশ্বরিক নারীশক্তির অনন্য রূপকে মূর্ত করে তোলেন। যদিও তাঁরা একটি সুসংহত দল হিসেবে বিবেচিত, তাঁদের উদ্ভব বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য থেকে হয়েছে। এই বৈচিত্র্যময় দেবীদের সংমিশ্রণ হিন্দু তান্ত্রিক অনুশীলনের সমৃদ্ধ এবং জটিল প্রকৃতিকে প্রতিফলিত করে। প্রত্যেক মহাবিদ্যা দেবীর স্বতন্ত্র বৈশিষ্ট্য, প্রতীকবাদ এবং ভূমিকা রয়েছে,