swastika-mukherjee-cartoon-comment-

ব্যুরো নিউজ ,৬ মে: গত বছর বাংলার আলোড়ন সৃষ্টিকারী আরজি কর কাণ্ডের ঢেউ লেগেছিল দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও। সেই আন্দোলনের সময়, এবং আরও নানা ঘটনার প্রেক্ষিতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে নানান কার্টুন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এদিন সেই সব কার্টুনের প্রসঙ্গে মুখ খুললেন স্বস্তিকা। তার মন্তব্য, শুনে চমকে গিয়েছেন অনুরাগীরা।

বাস্তব জীবনেও প্রায়ই এমন অভিজ্ঞতা হয়

আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্বস্তিকা অকপট স্বীকারোক্তি দেন। বলেন, ‘‘বেশ কিছু কার্টুন আমি দেখেছি, যেখানে ওরা খুব দৃষ্টিকটুভাবে আমার শরীর, বিশেষ করে আমার বুকের দিকেই ফোকাস করেছে। শরীরের বাকি অংশ সরু করলেও, এই দিকটাই যেন বড় করে দেখানো হয়েছে। হয়তো ওরা আমায় শুধু এই দিক থেকেই দেখতে চায়।’’

টিনিস্কুল গার্ল ইয়ালিনি ১.৫ বছরেই ক্যামেরার তারকা, মা শুভশ্রীর কোলে প্রথম স্কুলযাত্রা

কিন্তু স্বস্তিকা এইসব কার্টুন দেখে বিরক্ত হননি, বরং রসিকতায় ভরা সাড়া দেন। জানান, ‘‘আরজি কর কাণ্ডের সময় আমি কয়েকটা পোস্টার প্রিন্ট করেও রেখেছি। কারণ সত্যি বলতে ওরা আমার স্তনগুলো এত সুন্দর করে এঁকেছে যে আমি মুগ্ধ! বাস্তবে আমার অত সুন্দর না, যতটা কার্টুনে দেখানো হয়েছে। তাই ভাবলাম, স্মৃতি হিসেবে রেখে দিই।’’

শুধু কার্টুন নয়, বাস্তব জীবনেও প্রায়ই এমন অভিজ্ঞতা হয় বলে জানান অভিনেত্রী। বলেন, ‘‘প্রতিদিন না হলেও, সপ্তাহে কয়েকবার এমন মানুষের সঙ্গে দেখা হয়, যারা কথা বলার সময় চোখটা ওপরের বদলে নীচে ঘোরে। তখন আমি পাল্টা তাদের চোখের দিকে তাকাই। এটা একটা চুপিসারে চলা খেলা যেন।’’

তৈমুরের ‘আদিপুরুষ’ অভিজ্ঞতা: বাবার রাবণ লুকে হতাশ, দিল তিব্র প্রতিক্রিয়া

বর্তমানে স্বস্তিকাকে দর্শকরা দেখতে পাচ্ছেন নতুন ছবি ‘দুর্গাপুর জংশন’-এ, যা সম্প্রতি ২৫ এপ্রিল মুক্তি পেয়েছে বড় পর্দায়। পরিচালনায় রয়েছেন অরিন্দম ভট্টাচার্য। এই ছবিতে আবারও তার বিপরীতে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। ‘সাহেব বিবি গোলাম’-এর পর দুজনকে ফের একসঙ্গে দেখছেন দর্শক।

‘দুর্গাপুর জংশন’ ছবির প্রেক্ষাপট এক বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি— আমেরিকায় ঘটে যাওয়া রহস্যজনক একাধিক মৃত্যুর ঘটনা। ওষুধের বিষক্রিয়ায় মৃত্যু, না কি তা পরিকল্পিত খুন? সেই রহস্যের জট খুলবে এই থ্রিলার ছবিতে। অন্যান্য চরিত্রে রয়েছেন রাজদীপ সরকার, একাবলি খান্না এবং প্রদীপ ধর প্রমুখ।

স্বস্তিকার এই খোলামেলা মন্তব্য আবারও প্রমাণ করল, তিনি ঠিক কতটা নির্ভীক এবং নিজের শরীর বা সামাজিক গুজব নিয়ে রসিকতা করতেও পিছপা নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর