Shuvendu Adhikari

ব্যুরো নিউজ, ১৯ জুন : জেল হেফাজতে এক বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেল হেফাজতে কীভাবে একজন বিজেপি কর্মীর মৃত্যু হল তাই নিয়ে এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত ৪ জুন ডেবরায় তৃণমূল ও বিজেপি কর্মীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ বিজেপি কর্মী স়ঞ্জয় বেরাকে গ্রেফতার করে। ধৃত ওই বিজেপি কর্মী জেল হেফাজতে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাঁকে মেদিনীপুর প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার ওই বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়ে। তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পোর্টালে করা যাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, নয়া পদ্ধতি চালু করছে শিক্ষাদফতর

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর

BJP Helpline

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশ একটা অযৌক্তিক দাবি করছে। তিনি বলেন পুলিশ বলছে সঞ্জয় মাটিতে পড়ে গিয়ে মাথার গুরুতর চোট পেয়েছিলেন। কিন্তু এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। আইন শৃঙ্খলার ওপর থেকে মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। আইনের যাঁরা রক্ষক, তাঁদেরকেই আর মানুষ বিশ্বাস করতে পারছেন না বলে এক্স হ্যান্ডেলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে পোস্ট করে শুভেন্দু অধিকারী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর