suvendu adhikari approach eci

ব্যুরো নিউজ,  ২৭শে নভেম্বর ২০২৫ : রাজ্যের বিশেষ নিবিড় সংশোধনী (SIR) কার্যক্রম নিয়ে রাজনৈতিক চাপান-উতোর চরমে। এই ইস্যুতে এবার সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনটি জেলার জেলাশাসকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ECI) নালিশ জানিয়েছেন। অন্যদিকে, কমিশনের নির্দেশাবলী লঙ্ঘনের অভিযোগে চুক্তিবদ্ধ ডেটা এন্ট্রি অপারেটরদের (Data Entry Operators) দিয়ে এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ করাতে সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর।

কমিশনের কাছে শুভেন্দু অধিকারীর নালিশ

পূর্ব বর্ধমানের মেমারীতে এক সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি বেআইনি কাজ করছেন। তিনি জানান, “আমি হুগলি আর পূর্ব বর্ধমানের জেলা শাসকদের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছি।”

  • বিএলও-দের বিরুদ্ধে নালিশ: নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন যে, বিএলও-রা সরাসরি জেলাশাসকদের ওটিপি (OTP) দিয়েছেন, যা বিধি বহির্ভূত।

  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায় চাপানো: শুভেন্দু অধিকারী বিএলও-দের এই দুর্দশার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তিনি বলেন, “বিএলও-দের যে অসুবিধা হচ্ছে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকার নির্বাচন কমিশনের প্রস্তাব মানেনি।”

WB ECI SIR : বিএলও-দের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা কমিশনের; ৯ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা

চুক্তিবদ্ধ অপারেটরদের দিয়ে কাজ নয়: সিইও-এর কড়া নির্দেশ

এনুমারেশন ফর্ম আপলোডের গতি বাড়াতে ইসিআই-এর চাপ থাকায় কিছু বিডিও, ইআরও (ERO) এবং এআরও (AERO) বুথ লেভেল অফিসারদের (BLO) সাহায্য করার জন্য চুক্তিবদ্ধ ডেটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগাচ্ছিলেন। এবার সেই প্রথা বন্ধ করতে কড়া নির্দেশ দিয়েছে রাজ্যের সিইও অফিস।

  • নির্দেশ লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে চুক্তিবদ্ধ অপারেটরদের কাজে লাগালে সংশ্লিষ্ট বিডিও, ইআরও বা এআরও-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলা সহায়তা কেন্দ্র (BSK)-এর কর্মীদেরও এই কাজে যুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে।

  • রাজ্যের অসহযোগিতা: সিইও অফিস আগেই ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য রাজ্যের কাছে দরপত্র ডাকার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা অনুমোদন পায়নি। কমিশন পরে জেলাশাসকের দপ্তরের স্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের ব্যবহারের পরামর্শ দিলেও, রাজ্য তাতে সম্মতি দেয়নি।

WB ECI SIR : এসআইআর-এর কাজ স্থগিতের মুখ্যমন্ত্রীর আর্জির মাঝেই ডিজিটাইজেশনে গাফিলতিতে ৭ বিএলও-কে শোকজ কমিশনের

সার্ভার সমস্যা মেটাতে বৈঠক ও গোটা ভারতবর্ষ থেকে অপারেটর আনার জল্পনা

বিএলও-দের সার্ভার বা নেটওয়ার্ক সমস্যার অভিযোগের প্রেক্ষিতে সিইও অফিস টেলিকম পরিষেবা প্রদানকারীদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে। এদিকে, রাজ্যের অসহযোগিতা এবং বিএলও-দের উপর কাজের চাপ কমাতে এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআরের জন্যে অন্যান্য রাজ্যের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিষয়টি ভাবছে বলে জল্পনা শুরু হয়েছে।

এই অপারেটররা ইসিআই-এর অফিস থেকেই ফর্ম ডিজিটাইজেশনের কাজ করবে, যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে এবং বিএলও-দের অতিরিক্ত কাজের বোঝা লাঘব হয়।

  • কাজের বর্তমান চিত্র: ইসিআই-এর রিপোর্ট অনুযায়ী, রবিবার দুপুর পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩.৬৫ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে, যা বিতরণ করা মোট ফর্মের ৪৭.৭২ শতাংশ

  • অন্যান্য অভিযোগ: রবিবার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি কমিশনের কাছে অভিযোগ জানান যে, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কিছু লোক বিএলও-দের কাছ থেকে এনুমারেশন ফর্ম ছিনিয়ে নিয়ে বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করেছেন। যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। পশ্চিম বর্ধমানের ডিইও তেওয়ারির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর