ব্যুরো নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ : পর্যটকদের ঢল সামাল দিতে এবং অনুমতি পত্রের কালোবাজারি রুখতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে একগুচ্ছ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে পর্যটকশূন্য জলযানের জন্য আগাম অনুমতি পত্র দেওয়া হবে না। বিভিন্ন লঞ্চ এবং বোট মালিকদের নির্দিষ্ট ওটিপি (OTP) মারফত অনুমতি পত্র কার্যকর করতে হবে। এর ফলে একদিকে যেমন সঠিক ভ্রমণার্থীরা জঙ্গল ঘোরার সুযোগ পাবেন, তেমনই অসাধু ব্যবসায়ীদের কার্যকলাপ বন্ধ হবে।
অভিযোগ ছিল যে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনে অতিরিক্ত পাস বিক্রি করে কৃত্রিম চাহিদা তৈরি করছিল। একই সঙ্গে ১০ থেকে ১২টি জলযানের জন্য অনুমতি নেওয়ার অভিযোগও ছিল। এই ধরনের অসাধু কার্যকলাপ এবার বন্ধ হতে চলেছে।
কী ব্যবস্থা নিচ্ছে বন দফতর?
বন দফতরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগাম অনুমতি পত্র নিতে হলে পর্যটকদের নামের তালিকা এবং যথাযথ পরিচয়পত্র জমা দিতে হবে। জঙ্গলে প্রবেশের আগে এই অনুমতি পত্র নির্দিষ্ট অফিসে গিয়ে দেখাতে হবে। অনলাইনে অনুমতির সময় যে পরিচয়পত্র আপলোড করা হয়েছিল, সেগুলোও যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে তবেই জঙ্গলে প্রবেশের অনুমতি মিলবে।
Rimbik : কোলাহল থেকে নিষ্কৃতি রিম্বিক , পশ্চিমবঙ্গের এক পার্বতীয় গ্রাম
কালোবাজারি বন্ধে কড়া শাস্তির হুঁশিয়ারি
বন দফতর হুঁশিয়ারি দিয়েছে, যদি কোনো লঞ্চ মালিক অসৎ উপায়ে অনুমতি নেওয়ার চেষ্টা করেন, তাহলে তাদের শাস্তির মুখে পড়তে হবে। একাধিকবার অভিযোগ প্রমাণিত হলে সুন্দরবনে লঞ্চ প্রবেশের অনুমতি এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে।
Ramkrishna Mission : মুদ্রা থেকে ডাকটিকিট: দুর্গা পূজার আগে দুর্গা প্রতিমার নানা রূপের প্রদর্শনী
বন দফতরের এক কর্মকর্তা জানান, “সমস্ত অনুমতি অনলাইনে হওয়ায় বিভিন্ন সময় অভিযোগ আসছিল যে পর্যটকরা অনুমতি পাচ্ছেন না। নির্দিষ্ট কিছু ট্যুরিস্ট অপারেটর এবং সাইবার ক্যাফের বিরুদ্ধে এই অভিযোগ ছিল। এখন থেকে সুন্দরবনে ঘুরতে আসা সমস্ত পর্যটক এই সমস্যা থেকে মুক্তি পাবেন।” এই নতুন পদক্ষেপের ফলে সুন্দরবনের পর্যটন ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।