ব্যুরো নিউজ ২৫শে আগস্ট ২০২৫ : সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় এই সংস্থা কলকাতা-সহ মুর্শিদাবাদ ও বীরভূমের একাধিক স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে। সূত্রের খবর, মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং তাঁর পিসি, বীরভূমের সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি।
জীবনকৃষ্ণ সাহার মোবাইল-কাণ্ডের পুনরাবৃত্তি
গত বছর এপ্রিল মাসেও ইডি-র তল্লাশি অভিযানের সময় জীবনকৃষ্ণ সাহা তাঁর মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যা পরে দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা হয়েছিল। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। ইডি আধিকারিকদের দেখেই জীবনকৃষ্ণ সাহা বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন এবং নিজের দামি মোবাইল ফোনটি বাড়ির লাগোয়া একটি ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেন। যদিও পরে সেই ফোনটি উদ্ধার করা হয়। ইডি সূত্রের খবর, এই ফোনটি থেকে গত ৯০ দিনের কল লিস্ট-সহ অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
পিসি-ভাইপোর বাড়িতে একযোগে তল্লাশি
মুর্শিদাবাদের কান্দিতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যখন ইডি-র একটি দল জিজ্ঞাসাবাদ করছে, ঠিক তখনই বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি শুরু হয়। মায়া সাহা সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি হন। ইডি সূত্রের খবর, তারা একযোগে পিসি-ভাইপো দুজনের বাড়িতেই তল্লাশি চালাচ্ছে। উভয় স্থানেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে রেখেছে।
অন্যান্য স্থানেও তল্লাশি
মুর্শিদাবাদ ও বীরভূমের পাশাপাশি ইডি কলকাতাতেও একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহার বাড়িতেও একটি দল তল্লাশি চালাচ্ছে। এছাড়া, মহিষ গ্রামের বাসিন্দা ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও ইডি-র অভিযান চলছে বলে খবর। ঠিক কী কারণে এই তল্লাশি অভিযান চলছে, তা এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে এটি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্যের সন্ধানেই করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ এপ্রিল সিবিআই জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল। প্রায় ১৩ মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। ফের নিয়োগ দুর্নীতি ইস্যুতে সক্রিয় হওয়ায় এই ঘটনা রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।