ব্যুরো নিউজ ২৬ মে : আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পর এবার প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হলেন এসএসসি’র (SSC) বেকার শিক্ষকরা। রবিবার তাঁরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন এবং ‘সুযোগ্য’ প্রার্থীদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে আরেকটি আবেদন করার বিষয়ে পরামর্শ চান। বৈঠকের পর বেকার শিক্ষকরা জানান, সোমবারের মধ্যেই তাঁরা সুপ্রিম কোর্টে আরও একটি মামলা দায়ের করতে চলেছেন। এই মামলায় তাঁরা ওএমআর (OMR) শিটের ‘মিরর ইমেজ’ জনসমক্ষে প্রকাশের দাবি জানাবেন। একই সঙ্গে, বেকারদের প্রতিনিধিরা বিস্ফোরক দাবি করে বলেছেন যে, নির্বাচনের আগে আবারও পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার ব্যবস্থা করা হচ্ছে।

বেকার শিক্ষকদের দাবি ও সুপ্রিম কোর্টে নতুন মামলার যুক্তি

বেকার শিক্ষকদের প্রতিনিধিরা বলেন, “আমরা সমস্ত দলের কাছে – বিজেপি, সিপিএম, কংগ্রেস – সবার কাছে পরামর্শ চেয়েছি। আমরা যোগ্যদের চাকরি বাঁচানোর উপায় খুঁজছি। সুপ্রিম কোর্টে মামলা লড়ে কীভাবে চাকরি বাঁচানো যায়, সে বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছি। কে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে আর কে পায়নি, তা দেখানোর জন্য ওএমআর-এর মিরর ইমেজের একটি কপি প্রকাশ্য ডোমেনে প্রকাশ করা উচিত। এই দাবিতে যেমন রাস্তায় আন্দোলন হয়েছে এবং অনশন ধর্মঘট হয়েছে, তেমনই সোমবারের মধ্যেই সুপ্রিম কোটেও একটি মামলা দায়ের করা হবে।” একই সঙ্গে তাঁরা বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে, যারা দুর্নীতির সুবিধা নিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল করবে রাজ্য সরকার। আমরা নির্বাচনের আগে এমনটা আবারও হতে দেব না, কারণ পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার ব্যবস্থা করা হয়েছে।”

‘অপারেশন সিঁদুর’ এর সর্বদলীয় প্রতিনিধিদলে থাকছেন না ইউসুফ পাঠান, তৃণমূল সাংসদের সিদ্ধান্ত


অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ

এসএসসি’র চাকরি হারানো প্রার্থীরা সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কোনো উপায় দেখেন না বলেই মনে করেন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে তিনি বলেন, “এখন যা হয়েছে তা সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট চাইলে তা পুনর্বিবেচনা করতে পারে।” আইনজীবী বিকাশ রঞ্জনও বলেছেন, “অন্য কোন বিকল্প নেই।” এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “হয়তো তারা বুঝবে। আমি এই বিষয়ে মন্তব্য করব না। এই ঘটনায় তাদের কোন দোষ নেই। যদি বোঝানো যায়, তাহলে সুপ্রিম কোর্ট এ বিষয়ে ভাবতে পারে। সুপ্রিম কোর্ট রিভিউ শুনবে, এটাই আমি অন্তত আশা করতে পারি।”

তবে, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্ত সম্পর্কে বিজেপি সাংসদ বলেন, “কোন তহবিল থেকে টাকা দেওয়া হচ্ছে, তা আমি জানি না। কিন্তু কতদিন তা দেওয়া যেতে পারে? সেটাই প্রশ্ন।”


আন্দোলনের প্রতি হাইকোর্টের সহানুভূতি ও নতুন অবস্থান

এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশে বিকাশ ভবনের সামনে থেকে আন্দোলনরত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা তাঁদের অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছেন। এখন সেন্ট্রাল পার্ক সংলগ্ন বইমেলার মাঠের সামনে একটি নতুন অবস্থান বিক্ষোভ শুরু হবে।

কলকাতায় তিরঙ্গা যাত্রা ,বিএসএফ জওয়ান মুক্তি, ভুয়ো খবর দমন, সন্ত্রাসবাদ নিপাতন : মোদীর নেতৃত্বে দেশ সুরক্ষিত দাবি শুভেন্দু অধিকারীর


প্রেক্ষাপট: পূর্বেকার ঘটনাবলী

  • আন্দোলনকারীদের প্রতি হাইকোর্টের সহানুভূতি: পূর্বে হাইকোর্ট আন্দোলনরত বেকার কর্মীদের প্রতি ‘সহানুভূতি’ প্রকাশ করে এবং তাঁবু, বায়ো-টয়লেট এবং পানীয় জলসহ একাধিক নির্দেশ জারি করে।
  • আন্দোলনকারীদের স্বস্তি: হাইকোর্টের বড় নির্দেশের ফলে আন্দোলনকারীদের স্বস্তি মেলে।
  • ভাতা নিয়ে প্রশ্ন: এসএসসি’র বেকার গ্রুপ-সি এবং গ্রুপ-ডি প্রার্থীরা কেন ভাতা পাচ্ছেন, তা নিয়ে হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
  • মুখ্যমন্ত্রীর বার্তা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার শিক্ষকদের উদ্দেশ্যে বলেছিলেন, “রাস্তা অবরোধ করে আন্দোলন করা ঠিক নয়, একটি লক্ষ্মণ রেখা থাকা উচিত।”
  • অভিষেকের মন্তব্য: অভিষেক বন্দ্যোপাধ্যায় বেকারদের আন্দোলন নিয়ে বলেছিলেন, “আমি কিছু ফুটেজ দেখেছি, গেট ভাঙা হয়েছিল।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর