ভাইফোঁটার পর বড় ঘোষণা
ব্যুরো নিউজ : রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) ফের নড়েচড়ে বসেছে। সম্প্রতি গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ না করেই বিজ্ঞপ্তি জারি করায় প্রথমে উঠেছিল প্রশ্ন। এবার জানা যাচ্ছে, ভাইফোঁটার পরই প্রকাশ পেতে চলেছে ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা।
অতিরিক্ত শুনানি নয় SSC নিয়োগে_স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের
শিক্ষা দফতর সূত্রে খবর, ২০১৬ সালের বাতিল নিয়োগপ্যানেলে প্রায় ৩৫০০ জন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছেন। কমিশনের তরফে জানানো হয়েছে, এই দাগি প্রার্থীরা কোনওভাবেই নতুন নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন না। ইতিমধ্যেই পৃথকভাবে গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগের জন্য ‘অযোগ্যদের তালিকা’ তৈরির কাজ শুরু হয়েছে। তালিকা প্রকাশ হলে ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আর কোনও বিভ্রান্তি বা আইনি জটিলতা থাকবে না বলেই আশা কমিশনের।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ সি পদের শূন্যসংখ্যা ২৯৮৯ এবং গ্রুপ ডি পদের সংখ্যা ৫৪৮৮। সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদন ফি ৪০০ টাকা, আর তফসিলি জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য নির্ধারিত হয়েছে ১৫০ টাকা।
বড় প্রশ্নের মুখে বর্ধমান স্টেশন
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগকাণ্ডে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দেয়। এরপর থেকেই গ্রুপ সি ও ডি কর্মীদের বেতন বন্ধ হয়ে রয়েছে প্রায় ছয় মাস ধরে। দাগি নন এমন কিছু শিক্ষক চাকরিতে বহাল থাকলেও শিক্ষাকর্মীরা কার্যত পথে বসেছেন। ফলে নতুন বিজ্ঞপ্তি ও ‘অযোগ্যদের তালিকা’ প্রকাশ নিয়ে এখন রাজ্যের হাজারো প্রার্থীর চোখ কমিশনের দিকে।

















